শিরোনাম

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : মরক্কোর উপকূলীয় সাফি শহরে সপ্তাহান্তে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে পৌঁছেছে বলে আজ সোমবার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রাবাত থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, বর্তমানে সাফি শহরের মোহাম্মদ ভি হাসপাতালে ১৪ জন চিকিৎসাধীন রয়েছে। তাদের মধ্যে দু’জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে মরক্কোয় সংঘটিত সবচেয়ে ভয়াবহ এই দুর্যোগের পর সোমবারও অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।