বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪

থাইল্যান্ডে সাধারণ নির্বাচন ৮ ফেব্রুয়ারি

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): থাইল্যান্ডে পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৬ সালের ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বলে আজ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাস পরই এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ব্যাংকক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে নির্বাচন কমিশন জানায়, আজ নির্বাচন কমিশন বিস্তারিত খসড়া প্রস্তুত করে কমিশনারের কাছে প্রস্তাব উপস্থাপন করেছে। আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ নির্বাচন হবে বলে তিনি সম্মতি জানিয়েছেন।

বিবৃতিতে আরো বলা হয়, আগাম ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে ১ ফেব্রুয়ারি।