বাসস
  ১৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩

ইউক্রেন তহবিল নিয়ে এই সপ্তাহে ইইউকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নিতে হবে : কালাস

ঢাকা, ১৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ইউক্রেনের জন্য অর্থায়ন নিয়ে চলতি সপ্তাহের গুরুত্বপূর্ণ শীর্ষ বৈঠকে ইউরোপীয় ইউনিয়নকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ সিদ্ধান্ত নিতে হবে। তবে জব্দ করা রুশ সম্পদ ব্যবহারের বিষয়ে আলোচনা দিন দিন কঠিন হয়ে উঠছে। সোমবার এমন মন্তব্য করেছেন ইইউ’র শীর্ষ কূটনীতিক।

ব্রাসেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

ইইউ’র পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস সাংবাদিকদের বলেন, ‘আমরা এখনো সেখানে পৌঁছাইনি। বিষয়টি ক্রমেই কঠিন হচ্ছে। তবে আমরা কাজ করছি এবং হাতে এখনো ক’দিন আছে।’

তিনি আরো বলেন, ‘কোনো ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা বৈঠক ছেড়ে যাব না।’