বাসস
  ১৪ ডিসেম্বর ২০২৫, ২১:৪৩

লেবাননে হিজবুল্লাহর ৩ সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সামরিক বাহিনী রোববার জানিয়েছে, তারা লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর তিন সদস্যকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

এক বিবৃতিতে সামরিক বাহিনী জানায়, রোববার সকাল থেকে আইডিএফ দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবুল্লাহর তিন সদস্যকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তারা হিজবুল্লাহর অবকাঠামো পুনর্গঠনের কাজে অংশ নিয়েছিল বলে অভিযোগ করে সেনাবাহিনী।

২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতির প্রতি ইঙ্গিত করে বিবৃতিতে আরও বলা হয়, ‘তাদের কর্মকাণ্ড ইসরাইল ও লেবাননের মধ্যকার সমঝোতার লঙ্ঘন।’