বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত পারাপার স্থগিত করল কম্বোডিয়া

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): প্রাণঘাতী সামরিক সংঘাতে জড়িয়ে পড়া অবস্থায় কম্বোডিয়া শনিবার থাইল্যান্ডের সঙ্গে সব সীমান্ত পারাপার স্থগিত করেছে।

বানতেয় মিয়াঞ্চি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘কম্বোডিয়া সরকার তাৎক্ষণিকভাবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের সব প্রবেশ ও বহির্গমন কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।