বাসস
  ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৩

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের স্থাপনায় রাশিয়ার হামলা

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়া শনিবার জানিয়েছে, তারা রাতভর ইউক্রেনের শিল্প ও জ্বালানি স্থাপনায় হাইপারসনিক মিসাইল হামলা চালিয়েছে। 

মস্কোর দাবি, এটি ইউক্রেনের ‘রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার’ প্রতিশোধ হিসেবে করা হয়েছে।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ইউক্রেনের সেনা ও জ্বালানি স্থাপনায় ‘বৃহৎ আক্রমণ’ চালিয়েছে। এতে কিনঝাল হাইপারসনিক মিসাইলসহ বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়েছে। মন্ত্রণালয়ের দাবি, এটি ইউক্রেনের ‘রাশিয়ার বেসামরিক লক্ষ্যবস্তুতে সন্ত্রাসী হামলার’ জবাব।