শিরোনাম

ঢাকা, ১৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞার হুমকি দেওয়ার পর গতকাল শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো পানি বণ্টন নিয়ে একটি চুক্তিতে পৌঁছেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ট্রাম্প বলেন, মেক্সিকোর কাছে আমেরিকার ৮ লাখ একর-ফুট পানি পাওনা রয়েছে এবং ৩১ ডিসেম্বরের মধ্যে এর এক-চতুর্থাংশ পানি ছাড়ার দাবিও জানিয়েছেন মার্কিন রিপাবলিকান এই নেতা। পানি না দিলে নতুন করে পাঁচ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে জানান তিনি।
রিপাবলিকান নেতা মেক্সিকোর বিরুদ্ধে ১৯৪৪ সালের একটি চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। যার অধীনে আমেরিকা কলোরাডো নদীর পানি ভাগ করে নেয় রিও গ্র্যান্ডের পানির বিনিময়ে, যা দুই দেশের সীমান্তে অবস্থিত।
মার্কিন কৃষি বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকো আমেরিকান কৃষক এবং পশুপালকদের বর্তমান পানির বাধ্যবাধকতা পূরণের জন্য একটি সমঝোতায় পৌঁছেছে।’
এতে বলা হয়েছে যে চুক্তিতে বর্তমান পানিচক্র এবং পূর্ববর্তী পানিচক্রের ঘাটতি উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে।
দুই দেশ জানুয়ারির শেষের দিকে পরিকল্পনাটি চূড়ান্ত করবে বলে আশা করা হচ্ছে।
চুক্তিটি বর্তমানে বিদ্যমান থাকায় আগামী সপ্তাহ থেকে মেক্সিকো ২০২,০০০ একর-ফুট পানি ছেড়ে দেবে বলে আশা করা হচ্ছে।