বাসস
  ১০ ডিসেম্বর ২০২৫, ১১:১২

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত থেকে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে স্থানান্তর 

ফাইল ছবি

ঢাকা, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কম্বোডিয়ার সঙ্গে পুনরায় ছড়িয়ে পড়া সীমান্ত সংঘর্ষের কারণে থাইল্যান্ডের সীমান্তবর্তী বিভিন্ন প্রদেশ থেকে এখন পর্যন্ত ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

বুধবার থাই সরকার এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

সরকারি জনসংযোগ দপ্তর জানায়, মঙ্গলবার রাত পর্যন্ত উবন রাচাথানি, সিসাকেত, সুরিন ও বুরিরাম প্রদেশে চলমান সংঘর্ষের কারণে মোট ১ লাখ ৮০ হাজার ১২৫ জনকে স্থানান্তর করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

সীমান্তে গোলাগুলি ও সামরিক উত্তেজনা বৃদ্ধি পেতে থাকায়, এই অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি রয়েছে। 

নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে থাই কর্তৃপক্ষ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।