বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

চলতি মাসের শেষ দিকে ট্রাম্পের সঙ্গে বৈঠক : বেনিয়ামিন নেতানিয়াহু

ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, তিনি এ মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি নিয়ে আলোচনা করতে বৈঠক করবেন।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানিয়েছে।

অবশ্য বৈঠকের স্থান উল্লেখ করেননি ইসরাইলি প্রধানমন্ত্রী।

তবে, তার দফতর জানিয়েছে, সোমবার ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহুকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে।