বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ২১:১৩

ট্রাম্পের অভিবাসন নীতির কারণে অর্ধ-শতাধিক নাগরিক ফিরছে : ইরান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইরান আজ রোববার জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন দমন অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র থেকে তাদের ৫০ জনের বেশি নাগরিক দেশে ফেরত আসবে। 

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই সাপ্তাহিক সংবাদ সম্মেলনে বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে প্রায় ৫০ থেকে ৫৫ জন ইরানি নাগরিক দেশে ফিরবে।’

তিনি জানান, সাম্প্রতিক মাসগুলোতে ফেরত আসা এটি দ্বিতীয় দল। সিএনএন-এর তথ্য অনুযায়ী, এ দলটি রোববার কুয়েতে সংক্ষিপ্ত বিরতির পর ইরানে পৌঁছাবে।

ইসমাইল তার বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিদেশি নাগরিকদের, বিশেষ করে ইরানিদের বিরুদ্ধে বর্ণবাদী কার্যক্রমের’ কঠোর সমালোচনা করেন।

তিনি বলেন, ‘ইরানিদের ক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার যে এসব চাপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং এ ধরনের অভিবাসনবিরোধী নীতি মানবাধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক।’

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে তেহরান ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসের ভেতরে একটি অফিস পরিচালনা করে যা কনস্যুলার কার্যক্রম দেখভাল করে। 

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ এ সপ্তাহে ১৯টি দেশের নাগরিকদের জন্য গ্রিন কার্ড ও নাগরিকত্ব প্রক্রিয়া স্থগিত করেছে, যার মধ্যে ইরানও রয়েছে। এসব দেশ জুনে ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় ছিল।