শিরোনাম

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : সুদানের দক্ষিণাঞ্চলে আধাসামরিক বাহিনীর ড্রোন হামলায় শিশুসহ বহু মানুষের প্রাণহানির ঘটনায় কঠোর সমালোচনা করেছে আফ্রিকান ইউনিয়ন (এইউ)।
আদ্দিস আবাবা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
কালোগি প্রশাসনিক ইউনিটের প্রধান ইসাম আল-দিন আল-সাঈদ বলেন, গত বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন কালোগি শহরে তিন দফায় হামলা হয়। প্রথমে একটি কিন্ডারগার্টেনে, এরপর একটি হাসপাতালে এবং তৃতীয়বার যখন মানুষ শিশুদের উদ্ধার করার চেষ্টা করছিল।
তিনি হামলার জন্য অভিযুক্ত করেন র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ও তাদের মিত্র সুদান পিপলস লিবারেশন মুভমেন্ট-নর্থ (এসপিএলএম-এন) গোষ্ঠীকে।
২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক আরএসএফ-এর মধ্যে সংঘাত চলছে, যাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং প্রায় ১ কোটি ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
করদোফানে যোগাযোগ বিচ্ছিন্নতা, সীমিত প্রবেশাধিকার ও চলমান অস্থিরতার কারণে স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ শেয়ার করা এক বিবৃতিতে আফ্রিকান ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ ইউসুফ বলেন, তিনি এই অঞ্চলে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে দফায় দফায় ও ক্রমবর্ধমান নৃশংসতায় বিস্মিত ও মর্মাহত।
বিবৃতিতে আরো বলা হয়, নিরবচ্ছিন্ন বিমান হামলা, ড্রোন হামলা এবং হাসপাতাল-স্কুলসহ গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোয় হামলার খবরে তিনি গভীরভাবে উদ্বীগ্ন।
ইউসুফ অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান এবং ‘অবাধ’ মানবিক সহায়তা প্রবেশের ওপর জোর দেন।