শিরোনাম

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নতুন আইনপ্রণেতা বাছাই করতে আজ রোববার ভোটগ্রহণ শুরু করেছে হংকং। তবে, শহরটিতে সাম্প্রতিক দশকের সবচেয়ে প্রাণঘাতী অগ্নিকাণ্ডের জেরে ভোটার উপস্থিতি কম।
হংকং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আজ বেলা ১২টার দিকে ভোটার উপস্থিতি ১০ দশমিক ৩৩ শতাংশ ছিল। আগের নির্বাচনে একই সময়ে এই হার ছিল ৯ দশমিক ৩৫ শতাংশ।
হংকংয়ের নেতা জন লি জনগণকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
লি নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের বলেন, আপনার ভোট সংস্কার প্রক্রিয়া সামনে এগিয়ে নেওয়ার ভোট এবং এই দুর্যোগে (ভবনে অগ্নিকাণ্ড) ক্ষতিগ্রস্তদের সুরক্ষার ভোট।
হংকংয়ের উত্তরে ওয়াং ফুক কোর্টের আবাসিক ভবনে গত নভেম্বর মাসের শেষের দিকে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং কমপক্ষে ১৫৯ জনের প্রাণ ঝরে যায়, তার পরই রাজনৈতিক প্রচারণা হঠাৎ থমকে যায়।
পুন নামে এক নারী বলেন, অগ্নিকাণ্ডটি সম্পূর্ণভাবে তদন্ত করতে হবে এবং তিনি বিশ্বাস করেন— সরকার দ্রুত সাড়া দিয়েছে। যে-ই দোষী হোক, তাকে দায় নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
৫৬ বছর বয়সী শিক্ষক জ্যাকি লাম বলেন, সরকারের প্রথম কাজ হওয়া উচিত সঠিকভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা।
শহরের নেতা লি আগেই ঘোষণা করেছেন, একজন বিচারকের নেতৃত্বে একটি ‘স্বাধীন কমিটি’ অগ্নিকাণ্ডটি তদন্ত করবে।
মানুষ হত্যার অভিযোগে গত বুধবার রাত পর্যন্ত পুলিশ বিভিন্ন নির্মাণ কোম্পানির ১৫ জনকে গ্রেফতার করেছে।