বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮

চীনা সামরিক বিমানের রাডার লক করা ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ বলে ক্ষোভ টোকিওর

টোকিও, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দক্ষিণ-পূর্ব ওকিনাওয়ার আকাশ সীমায় জাপানি যুদ্ধবিমানের ওপর চীনা সামরিক বিমান একাধিকবার রাডার লক করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

টোকিও এই ঘটনাকে ‘বিপজ্জনক কর্মকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে।

গত এক মাস ধরে বেইজিং-টোকিও সম্পর্ক ক্রমশঃ উত্তপ্ত হয়ে উঠেছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সাম্প্রতিক মন্তব্যের পর, বিশেষভাবে প্রতিবেশী দেশ দুটির মধ্যে সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে।

তাকাইচি তার ওই মন্তব্যে ইঙ্গিত দেন যে তাইওয়ানের ওপর হামলার ক্ষেত্রে জাপান সামরিকভাবে হস্তক্ষেপ করতে পারে।

তিনি বলেছিলেন যে বল প্রয়োগ জড়িত থাকা তাইওয়ানের একটি জরুরি অবস্থা জাপানের অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ পরিস্থিতি হিসেবে বিবেচিত হতে পারে।

রোববার ভোরে জরুরি সংবাদ সম্মেলনে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ঘটনাকে ‘বিপজ্জনক ও অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেন। 

তিনি জানান, জাপান এই ঘটনায় চীনকে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

মন্ত্রণালয় আরো জানায়, শনিবার ঘটে যাওয়া এ সব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা আহতের ঘটনা ঘটেনি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, প্রথম ঘটনাটি ঘটে ওকিনাওয়া দ্বীপের দক্ষিণ-পূর্ব সমুদ্র এলাকায়। সেখানে চীনা নৌবাহিনীর বিমানবাহী রণতরী লিয়াওনিং থেকে উড্ডয়ন করা একটি জে-১৫ যুদ্ধবিমান জাপানি আকাশ সীমায় অনুপ্রবেশের পর, পরিস্থিতি পর্যবেক্ষণে উড়তে যাওয়া জাপানি এফ-১৫ যুদ্ধবিমানের ওপর বিরতিহীনভাবে রাডার লক করে।

ঘটনার প্রায় দুই ঘণ্টা পর, একই রণতরী থেকে আরও একটি জে-১৫ বিমান অন্য একটি জাপানি যুদ্ধবিমানের ওপর একই ধরনের রাডার লকঅন করে বলে জানায় মন্ত্রণালয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই ধরনের রাডার লক কেবল নিরাপদ উড্ডয়ন নিশ্চিত করার প্রয়োজনীয় সীমার বাইরে গিয়ে বিপজ্জনক আচরণের শামিল।’

বিবৃতিতে এ ধরনের ঘটনা ‘চরমভাবে দুঃখজনক’ বলেও মন্তব্য করা হয়।

সামরিক বাহিনী সাধারণত ফায়ার কন্ট্রোল বা লক্ষ্য শনাক্তকরণের জন্য রাডার ব্যবহার করে থাকে। 

কোনো যুদ্ধবিমানের ওপর রাডার লক করা আক্রমণাত্মক উদ্দেশ্যের ইঙ্গিত হিসেবেও বিবেচিত হয়।