শিরোনাম

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): তিউনিসিয়ার রাজধানী তিউনিসে শনিবার শত শত মানুষ সরকার বিরোধী বিক্ষোভ করেছে।
‘বিরোধিতা অপরাধ নয়’ স্লোগানে আয়োজিত এ র্যালিতে আটক সকল রাজনৈতিক ব্যক্তিদের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
সাম্প্রতিক সময়ে তিন জন বিরোধী নেতাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার ও শান্তি দেওয়ার পর, এ বিক্ষোভের ডাক দেওয়া হয়।
২০১১ সালের আরব বসন্তের গণতান্ত্রিক উত্তরণের পথে এগোলেও, ২০২১ সালে প্রেসিডেন্ট কায়েস সাঈদ ক্ষমতা দখলের পর দেশটিতে গণতান্ত্রিক স্বাধীনতায় বড় ধরনের পশ্চাদপসরণ ঘটেছে বলে মানবাধিকার সংগঠনগুলো অভিযোগ করে আসছে।
গত কয়েক বছরে সাঈদের সমালোচকদের, এমনকি সাংবাদিক ও কর্মীদেরও সন্ত্রাসবাদ সম্পর্কিত অভিযোগে এবং ২০২২ সালে প্রেসিডেন্টের জারিকৃত ‘ভুয়া সংবাদ ছড়ানো’ বিরোধী আইনের অধীনে গ্রেফতার বা বিচারের মুখোমুখি হতে হয়েছে।
বিক্ষোভকারীরা আটক হওয়া বেশ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বের ছবি হাতে নিয়ে রাস্তায় এই বিক্ষোভে নামেন।
আটক নেতা আহমেদ নেজিব চেব্বির মেয়ে হাজের চেব্বি বলেন, ‘ক্যু’য়ের পর থেকে সব কিছু বদলে গেছে। ধীরে ধীরে আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে। যদিও এর আগে আমরা বিপ্লব করেছিলাম।’
তিনি দেশের এই অবস্থাকে ‘নরকে পথে যাত্রা’ বলে অভিহিত করেন।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, চেব্বির বিচার ও গ্রেফতার সরকার বিরোধী মত দমনে কর্তৃপক্ষের ‘উন্মত্ত ও দমনমূলক পদক্ষেপের’ অংশ।
হিউম্যান রাইটস ওয়াচের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের মুখপাত্র আহমেদ বেনচেমসি এএফপিকে বলেন, ‘বিপ্লবের ১৫ বছর পর মনে হচ্ছে যে স্বৈরাচার আনুষ্ঠানিকভাবে ফিরে এসেছে।’