বাসস
  ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫

এক্স-কে মোটা অঙ্কের জরিমানায় ক্ষুব্ধ মাস্ক, ইইউকে ‘বিলুপ্ত’ করার দাবি

ঢাকা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সামাজিক মাধ্যম এক্স-কে বড় অঙ্কের জরিমানা করায় প্ল্যাটফর্মটির মালিক ইলন মাস্ক কড়া জবাবে বলেছেন, ইইউকে ‘বিলুপ্ত’ করা উচিত।

ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

ইইউ’র ডিজিটাল সার্ভিস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের অভিযোগে শুক্রবার এক্স-কে ১২ কোটি ইউরো (১৪ কোটি ডলার) জরিমানা করা হয়।

জরিমানা ঘোষণার পর মাস্ক তার ক্ষুদ্ধ প্রতিক্রিয়ায় জানিয়ে এক্স-এ লেখেন, ‘ইইউ বিলুপ্ত হওয়া উচিত। ক্ষমতা ফিরে যাওয়া উচিত সদস্য রাষ্ট্রগুলোর হাতে, যাতে সরকারগুলো তাদের জনগণকে ভালোভাবে প্রতিনিধিত্ব করতে পারে।’

এক ব্যবহারকারী তার মন্তব্য পুনরায় পোস্ট করলে মাস্ক জবাব দেন, ‘আমি সিরিয়াস। মজা করছি না।’ 

আরেক পোস্টে তিনি লেখেন, ‘আমি ইউরোপকে ভালোবাসি, কিন্তু ইইউর মতো আমলাতান্ত্রিক দানবকে নয়।’
ডিএসএ-এর আওতায় এক্স-এর বিরুদ্ধে এটি ইউরোপীয় কমিশনের প্রথম জরিমানা।

কমিশন জানায়, প্ল্যাটফর্মটি স্বচ্ছতার শর্ত ভঙ্গ করেছে। অভিযোগের মধ্যে রয়েছে—ভুয়া নকশায় ‘ব্লু চেকমার্ক’ ব্যবহার, গবেষকদের জন্য উন্মুক্ত ডেটায় প্রবেশাধিকার না দেওয়া এবং বিজ্ঞাপন বিষয়ে যথেষ্ট স্বচ্ছতা না রাখা।