বাসস
  ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১০
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১২

পেরুর রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পেরুর দক্ষিণ-পূর্ব অঞ্চলের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে ১০ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মারা গেছে এবং তিন জন আহত হয়েছে। 

ওই রেস্তোঁরায় তারা একজনের জন্মদিন উদযাপনের জন্য একত্রিত হয়েছিল। 

পুলিশ শুক্রবার এ তথ্য জানায়।

বৃহস্পতিবার বিকেলে হুয়ানকানে শহরে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শহরটি আন্দিজ অঞ্চলের পুনো প্রদেশে বোলিভিয়ার সীমানার কাছে অবস্থিত। এই ঘটনায় যারা মারা গেছে, তাদের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে। 

তারা সবাই টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থী ছিলেন। 

লিমা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, পুলিশ ও প্রসিকিউটরের ফরেনসিক বিশেষজ্ঞরা ঘটনাস্থলে কাজ শেষ করার পর ১০টি লাশ পাওয়া যায়।

আগুন লাগার পর কাঠ ও ইটের তৈরি ‘ক্যালমা ত্রিপা’ রেস্তোরাঁর দ্বিতীয় তলায় আটকা পড়েন শিক্ষার্থীরা। এরপর ধোঁয়ায় দমবন্ধ হয়ে তারা মারা যান।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, আশপাশের লোকজন অগ্নি নির্বাপক যন্ত্র ও বালতিতে করে পানির আগুন নিভানোর চেষ্টা করেছিলেন। 

পাশের জুলিয়াকা শহরের অগ্নিনির্বাপক দল এক ঘণ্টা পর এসে এই আগুন নিয়ন্ত্রণে আনে।

হুয়ানকানে মেয়র ভ্যালেরিও টাপিয়া রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্দিনাকে বলেন, ২০ হাজার জনসংখ্যার এই শহরে কোনো ফায়ার সার্ভিস স্টেশন নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একটি সূত্র এএফপিকে জানায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে রেস্তোরাঁটিতে আগুন লাগতে পারে।

এ ধরনের অগ্নিকাণ্ড পেরুর শহরতলী এলাকাগুলোতে নিত্যনৈমিত্তিক ঘটনা। 

এ সব স্থানে প্রায়শই নিরাপত্তা বিধি মেনে দাহ্য পদার্থ যথাযথভাবে সংরক্ষণ করা হয় না।