শিরোনাম

ঢাকা, ৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কানাডা শুক্রবার সিরিয়াকে সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছে এবং একই সঙ্গে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) দলকে ‘সন্ত্রাসী সত্তা’র তালিকা থেকে বাদ দিয়েছে। এর মাধ্যমে দেশটি দামেস্কের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা দেশগুলোর তালিকায় যোগ দিল।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত বছর ডিসেম্বরে এইচটিএস-এর সাবেক সিরীয় নেতা বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর এসব পদক্ষেপ নেওয়া হল।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই সিদ্ধান্তগুলো হালকাভাবে নেওয়া হয়নি।’
বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পদক্ষেপগুলো ‘যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আমাদের মিত্রদের সাম্প্রতিক সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ এবং সিরিয়ার স্থিতিশীলতাকে এগিয়ে নেওয়ার জন্য সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে নেওয়া হয়েছে।’
গত ২০১২ সালে কানাডা সিরিয়াকে ‘সন্ত্রাসবাদে সহায়তাকারী রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করে। মূলত বাশার আল-আসাদ সরকারের গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন দেশটিকে মারাত্মক গৃহযুদ্ধে ঠেলে দেয় এবং মানবিক সংকট তৈরি করে।
আল-কায়েদার সঙ্গে যোগসূত্রের কারণে এইচটিএসের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা ছিল। তবে পশ্চিমা কয়েকটি দেশ নতুন সিরীয় সরকার ও এর প্রেসিডেন্ট সাবেক জিহাদি আহমেদ আল-শারার সঙ্গে সহযোগিতা সহজ করতে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দিয়েছে।
ক্ষমতা গ্রহণের পর থেকে, সিরিয়ার নতুন নেতারা তাদের সহিংস অতীত থেকে বেরিয়ে এসে সাধারণ সিরীয় এবং বিদেশী শক্তির কাছে আরও মধ্যপন্থী ভাবমূর্তি উপস্থাপন করার চেষ্টা করছেন।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৫৬ জন সিরীয় ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা বহাল রাখছে, যার মধ্যে সাবেক আসাদ সরকারের প্রাক্তন কর্মকর্তা এবং আসাদ পরিবারের সদস্যরাও রয়েছেন।