বাসস
  ০৫ ডিসেম্বর ২০২৫, ১৯:৫২

ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত থাকবে : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি ভারতে ‘নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ’ অব্যাহত রাখবেন। 

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মস্কো থেকে তেল কেনা বন্ধ করতে যুক্তরাষ্ট্রের তীব্র চাপের মুখে রয়েছে নয়াদিল্লি।

শুক্রবার পুতিন নয়াদিল্লি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলেন, ‘রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর নির্ভরযোগ্য সরবরাহকারী। আমরা ভারতের দ্রুত বর্ধনশীল অর্থনীতির জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত।’