শিরোনাম

ঢাকা, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): একটি ফেডারেল আপিল আদালত বৃহস্পতিবার ন্যাশনাল গার্ড সৈন্যদের আগামী সপ্তাহে মার্কিন রাজধানী ত্যাগের নির্দেশ দেওয়া নিম্ন আদালতের আদেশকে সাময়িকভাবে স্থগিত করেছেন।
এই স্থগিতাদেশের ফলে যুক্তরাষ্ট্রের রাজধানীতে ন্যাশনাল গার্ড মোতায়েন রাখতে আপাতত আর কোনো বাধা নেই। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জিয়া কব গত মাসে রায় দেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাজার হাজার ন্যাশনাল গার্ড সৈন্যকে ওয়াশিংটনে মোতায়েন করা অবৈধ।
ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জিয়া কব ১১ ডিসেম্বরের মধ্যে এই মোতায়েন বন্ধ করার নির্দেশ দেন।
তবে ট্রাম্প প্রশাসনকে আপিল করার সময় দিতে ২১ দিনের জন্য তার আদেশ স্থগিত করেন।
ডিসি সার্কিটের যুক্তরাষ্ট্রের আপিল আদালতের তিন বিচারকের প্যানেল ট্রাম্প প্রশাসনের অনুরোধ মঞ্জুর করে ডিস্ট্রিক্ট বিচারকের আদেশ স্থগিত রাখার অনুমতি দিয়েছেন, যাতে তারা মামলাটি পারিচালনা করতে সময় পায়।
একটি সংক্ষিপ্ত আদেশে, প্যানেলটি জোর দিয়ে বলেছে যে এই পদক্ষেপকে ‘কোনোভাবেই মামলার মূল বিষয়ের ওপর সিদ্ধান্ত হিসেবে ধরা উচিত নয়।’
ট্রাম্প অপরাধ মোকাবেলা ও অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে তার কঠোর পদক্ষেপ বাস্তবায়নে সহায়তার জন্য ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণাধীন ওয়াশিংটন, লস অ্যাঞ্জেলেস ও মেমফিসে ন্যাশনাল গার্ড সৈন্য পাঠিয়েছেন।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস ও মেমফিস শহরের কর্তৃপক্ষ ফেডারেল সেনা মোতায়েনের প্রচেষ্টার বিরোধিতা করেছে।
এই বিষয়ে তাদের মত হলো, স্থানীয় পরিস্থিতি মোকাবিলায় সৈন্য মোতায়েনের কোন প্রয়োজন নেই।
তবে মার্কিন আইনের অধীনে সীমিত স্বায়ত্তশাসনের রাজধানী ওয়াশিংটনের মেয়র হোয়াইট হাউসের নেওয়া কঠোর অবস্থানের সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই সমন্বয় রক্ষা করে চলছেন।
ফেডারেল বিচারকরা অন্য দুটি ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহর শিকাগো ও পোর্টল্যান্ডে এই সৈন্য মোতায়েন সাময়িকভাবে বন্ধ করেছেন এবং সুপ্রিম কোর্ট শীঘ্রই সিদ্ধান্ত দেবে যে এই পদক্ষেপগুলো আইনসম্মত কি-না।