শিরোনাম

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁখো জি৭ দেশগুলোর সঙ্গে মিলিত হয়ে নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক শাসনব্যবস্থা গড়ে তুলতে বৃহস্পতিবার বেইজিংয়ে এক বৈঠকে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রতি আহ্বান জানান।
বৈঠককালে মাঁখো সি-কে বলেন, ‘আগামী বছরে ফ্রান্স যখন জিু৭-এর সভাপতিত্ব গ্রহণ করবে, তখন আমরা বড় বড় বৈশ্বিক অংশীদারদের সঙ্গে, বিশেষ করে চীনের সঙ্গে বিশ্বব্যাপী অর্থনৈতিক ভারসাম্যহীনতা ও বৈশ্বিক শাসনব্যবস্থা নিয়ে সংলাপ শুরু করতে চাই।’
এ সময় তিনি আরও বলেন, ‘শক্তির আধিপত্য নয়, বরং নিয়মের ভিত্তিতে পরিচালিত একটি অধিকতর ভারসাম্যপূর্ণ, ন্যায়সঙ্গত ও দৃঢ় অর্থনৈতিক শাসনব্যবস্থার ভিত্তি গড়ে তুলতে, অন্য অংশীদারদের সঙ্গে কাজ করার ক্ষেত্রে আমাদের দুই দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।’