বাসস
  ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯:৪৫

দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডির ১৫ বছরের সাজা দাবি

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিওন হি’র বিরুদ্ধে স্টক জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে আজ বুধবার ১৫ বছরের কারাদণ্ড দাবি করেছেন দেশটির প্রসিকিউটররা।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের স্ত্রী কিম কিওন হি। তিনি গত আগস্টে গ্রেফতার হন। স্টক ম্যানিপুলেশন পরিকল্পনা এবং ধর্মীয় একটি সংগঠন থেকে উপহার গ্রহণের অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত চলছে। এছাড়া, তার বিরুদ্ধে সংসদীয় নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়েছে।

প্রসিকিউটররা বলেছেন, ৫৩ বছর বয়সী কিম কিওন হি ওই সময় আইনের ঊর্ধ্বে অবস্থান করছিলেন এবং নির্বাচনে ন্যায়পরায়ণতা এবং দেশের গণতন্ত্র— উভয়ই ক্ষতিগ্রস্ত হয়েছে।

তারা আদালতের কাছে কিমকে ১৫ বছরের কারাদণ্ড এবং ১ দশমিক ৩৭ মিলিয়ন ডলার জরিমানার দাবি জানান।

আগামী ২৮ জানুয়ারি আদালত কিমকে সাজা প্রদান করবেন।