শিরোনাম

ঢাকা, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ওয়াশিংটনের সাথে একটি চুক্তির অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে তাদের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরি করা ‘অত্যন্ত কঠিন’ হবে বলে আজ বুধবার মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন পাওয়ার পর দক্ষিণ কোরিয়া এই প্রযুক্তিসম্পন্ন দেশগুলোর ছোট তালিকায় যোগ দিয়ে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে।
তবে সাবমেরিন উৎপাদন স্থান সম্পর্কে কোনও বিস্তারিত কিছু বলা হয়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথে এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দক্ষিণ কোরিয়া তার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ফিলাডেলফিয়া শিপইয়ার্ডে, তৈরি করবে।
তবে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘বিষয়টি নিয়ে ‘এখনও আলোচনা চালিয়ে যাওয়া প্রয়োজন’।
তিনি বলেন, ‘আমাদের দৃষ্টিকোণ থেকে, সেখানে (পারমাণবিক সাবমেরিন) তৈরি করা বাস্তবিকই অত্যন্ত কঠিন।’
তিনি আরও বলেন, ‘আমি এটি করার আকাঙ্খার বিষয়টি সম্পূর্ণরূপে বুঝতে পারি, তবে আমাদের বাস্তবসম্মতভাবে বিবেচনা করা উচিত যে এটি সত্যিই সম্ভব কিনা।’
মার্কিন পারমাণবিক সাবমেরিন প্রযুক্তিকে সবচেয়ে সংবেদনশীল এবং কঠোরভাবে সুরক্ষিত সামরিক গোপনীয়তা হিসাবে বিবেচনা করা হয়।