শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনায় যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ক্রেমলিন।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া-যুক্তরাষ্ট্র বৈঠক বিকেল ৫টার পর শুরু হবে। পুতিন ইউক্রেন বিষয়ক মার্কিন প্রধান আলোচক মি. উইটকফকে ক্রেমলিনে স্বাগত জানাবেন। জ্যারেড কুশনারও তার সঙ্গে থাকবেন।’