শিরোনাম

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তিউনিসিয়ার বিরোধী নেতা জওহর বেন এমবারেককে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। গতকাল সোমবার তিনি বলেছেন যে তিনি এক মাসব্যাপী অনশন স্থগিত করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তার বোন, আইনজীবী দালিলা মসাদেকের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক বার্তায় তিনি বলেন যে, সম্প্রতি দুটি নাগরিক সমাজের সমাবেশ প্রমাণ করেছে যে ‘সক্রিয় জনসাধারণ’ রাজনৈতিক বন্দীদের অধিকার রক্ষা করছে। তাই তিনি ৩৩ দিনের জন্য প্রতিবাদ বা অনশন স্থগিত করেছেন।
তিউনিসিয়ার বিরোধী জোট ন্যাশনাল স্যালভেশন ফ্রন্টের (এফএসএন) সহ-প্রতিষ্ঠাতা বেন এমবারেক প্রায় ৪০জন অভিযুক্তদের মধ্যে রয়েছেন। তাদের মধ্যে অনেকেই প্রেসিডেন্ট কায়েস সাইদের সমালোচক এবং গত শুক্রবার 'রাষ্ট্র নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তাদেরকে কারাগারে পাঠানো হয়।
জাতিসংঘ এবং মানবাধিকার গোষ্ঠীগুলো এই বিচারের সমালোচনা করেছে এবং অভিযোগগুলো মূলত বিদেশী কূটনীতিকদের সাথে সাক্ষাতের অভিযোগের ভিত্তিতে তৈরি করা হয়েছে। আসামীদের এপ্রিল মাসে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং গত সপ্তাহে তাদের ৪৫ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে।
‘বন্দীদের বেশিরভাগকে ২০২৩ সালে বিরোধী দলের ওপর দমন-পীড়নের সময় আটক করা হয়। প্রেসিডেন্ট কায়েস সাইদ তাদেরকে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করেন।’
তার পরিবার এবং আইনজীবীরা বলেন, তিনি কোনো খাবার খাননি এবং কেবল সামান্য পানি পান করেছেন। তার পরিবার আরও অভিযোগ করে বলেন, যে কারারক্ষীদের দ্বারা তিনি ‘মারধরের' শিকার হয়েছেন।