বাসস
  ০১ ডিসেম্বর ২০২৫, ২১:৪৩

ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাবের অবসান ঘোষণা

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) স্বাস্থ্য কর্তৃপক্ষ আজ সোমবার সর্বশেষ ইবোলা প্রাদুর্ভাবের অবসান ঘোষণা করেছে। দেশটিতে ইবোলা সংক্রমণে গত আগস্ট থেকে অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। 

কিনশাসা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

ভাইরাসটি সাধারণত প্রাণঘাতী, যদিও সাম্প্রতিক সময়ে টিকা ও চিকিৎসায় অগ্রগতি হয়েছে। গত ৫০ বছরে আফ্রিকায় এ ভাইরাসে ১৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।

২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে কঙ্গোতে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাবে ৩ হাজার ৫০০ জন আক্রান্তের মধ্যে প্রায় ২ হাজার ৩০০ জন মারা যায়। 

কিনশাসায় এক সরকারি অনুষ্ঠানের আগে ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক হেলথ-এর প্রধান দিয়ুদনে মাম্বা কাজাদি বলেন, প্রাদুর্ভাবটি ‘কার্যত শেষ হয়েছে’।

কাজাদি জানান, ৫৩ জন নিশ্চিত আক্রান্তের মধ্যে অন্তত ৩৪ জন মারা গেছে। আরও ১১ জনের মৃত্যু ভাইরাসজনিত বলে ধারণা করা হচ্ছে। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াতে পারে ৪৫ জনে।
১৯৭৬ সালে ভাইরাসটি প্রথম শনাক্ত হওয়ার পর থেকে ডি আর কঙ্গোতে ১৬ বার ইবোলা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। 

সর্বশেষ প্রাদুর্ভাবটি কাসাই প্রদেশে গত ২০ আগস্ট শুরু হয়। ৩৪ বছর বয়সি একজন গর্ভবতী নারী হাসপাতালে ভর্তি হওয়ার পর ইবোলা শনাক্ত হন। কঙ্গো কর্তৃপক্ষ সেপ্টেম্বরের শুরুতে আনুষ্ঠানিকভাবে ইবোলা প্রাদুর্ভাব ঘোষণা করে।

সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে টিকাদান কর্মসূচি শুরু হয়। দেশটি আয়তনে বড় হওয়ায় এবং পরিবহন সুবিধা সীমিত ও দুর্বল হওয়ায় এটি চ্যালেঞ্জিং ছিল।

বৈশ্বিক মজুত পরিচালনা করা সংস্থা, আন্তর্জাতিক টিকা সরবরাহ সমন্বয়কারী গ্রুপ(আইসিজি) ডি আর কঙ্গোতে অতিরিক্ত ৪৫ হাজার ডোজ ইবোলা টিকা পাঠায়। দেশটি বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি।