শিরোনাম

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : চিলির ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী হোসে আন্তোনিও কাস্ত ক্ষমতায় এলে বিপুল সংখ্যক মানুষ দেশ থেকে পালিয়ে পেরুতে প্রবেশ করতে পারে। এমন আশঙ্কায় চিলির সঙ্গে নিজেদের দক্ষিণ সীমান্তে শুক্রবার জরুরি অবস্থা জারি করেছে পেরুর সরকার।
লিমা থেকে এএফপি এ খবর জানায়।
এই ঘোষণা অনুযায়ী, দেশটির দক্ষিণাঞ্চল তাকনা-তে ৬০ দিনের জন্য সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করবে পেরুর সামরিক বাহিনী। এই জরুরি অবস্থার সময়সীমা আগামী ১৪ ডিসেম্বর চিলির দ্বিতীয় দফার নির্বাচনের অনেকটা পর পর্যন্ত চলবে। ওই নির্বাচনে অভিবাসন বিরোধী কাস্ত বামপন্থী প্রার্থী জেনেট জারার বিরুদ্ধে লড়ছেন।