বাসস
  ২৯ নভেম্বর ২০২৫, ১২:২৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক বিস্ফোরণ : মেয়র

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভে আজ সকালে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। 

রাজধানীর মেয়র ও বার্তা সংস্থা এএফপি’র সাংবাদিকরা এ তথ্য জানিয়েছেন।

মেয়র ভিটালি ক্লিটসকো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে বলেন, রাজধানী কিয়েভে ব্যাপক বিস্ফোরণ হচ্ছে। 

খবর এএফপি’র।

আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলা প্রতিহত করতে কাজ করে যাচ্ছে বলে জানান ভিটালি।