শিরোনাম

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেন যুদ্ধের অবসান বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনার জন্য ইউক্রেনের প্রতিনিধি দল এই সাপ্তাহের শেষে ওয়াশিংটন সফরে যাচ্ছে। কিয়েভের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার এএফপিকে এ তথ্য নিশ্চিত করেন।
কিয়েভ থেকে এএফপি এ খবর জানায়।
তিনি জানান, সপ্তাহের শেষে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে প্রতিনিধি দলের বৈঠকের পরিকল্পনা রয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে তিনি আরও বলেন, আলোচনাটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হতে পারে।
ওই কর্মকর্তা আরও জানান, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাবেক চিফ অব স্টাফ আন্দ্রি ইয়েরমাক আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল। তবে শুক্রবার তাকে বরখাস্ত করায় তিনি আর থাকছেন না।