বাসস
  ২৮ নভেম্বর ২০২৫, ২০:৩৯

ইস্তাম্বুলে বিক্ষোভ মামলায় তুরস্কে ৮৭ জনকে খালাস

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : তুরস্কের একটি আদালত আজ শুক্রবার ইস্তাম্বুলের মেয়রকে কারাগারে পাঠানোর প্রতিবাদে অংশ নেওয়ার অভিযোগে আটক ৮৭ জনকে খালাস দিয়েছে। 

ইস্তাম্বুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

অভিযুক্তরা মূলত তরুণ ও শিক্ষার্থী ছিলেন। তারা গত মার্চের শেষ দিকে ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর সমর্থনে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার সময় গ্রেফতার হন।

ইমামোগলু প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত।

ইস্তাম্বুলের প্রধান চাগলায়ান আদালতে শুনানির সময় বিচারক বলেন, আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি। তাই প্রত্যেক আসামিকে তাদের বিরুদ্ধে অভিযোগ থেকে খালাস দেওয়া হলো।

অভিযুক্ত তরুণদের পরিবার এ রায়কে স্বাগত জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবারও ইস্তাম্বুলের আদালত চার সাংবাদিককে খালাস দিয়েছে। তাদের মধ্যে এএফপি’র ফটোগ্রাফার ইয়াসিন আকগুলও রয়েছেন।