শিরোনাম

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : বিশ্ব এক্সপোতে দর্শকদের মুগ্ধ করার পর এবার জাপানের বাজারে এসেছে ‘মানব ওয়াশিং মেশিন’। আজ শুক্রবার জাপানি কোম্পানি সায়েন্স-এর একজন নারী মুখপাত্র এ তথ্য জানান।
টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ব্যবহারকারীরা একটি পডে শুয়ে ঢাকনা বন্ধ করলে, তারা কাপড়ের মতো পরিষ্কার হয়ে যাবেন-তবে ঘূর্ণন ছাড়াই-এবং এ সময় সংগীত বাজতে থাকে।
‘হিউম্যান ওয়াশার অব দ্য ফিউচার’ নামের এই যন্ত্রের প্রোটোটাইপ গত অক্টোবরে ওসাকায় শেষ হওয়া ছয় মাসব্যাপী এক্সপোতে প্রদর্শিত হয়। ২ কোটি ৭০ লাখেরও বেশি দর্শনার্থী অংশ নেওয়া ওই এক্সপোতে যন্ত্রটি দেখার জন্য দীর্ঘ লাইন পড়েছিল।
জাপানি প্রতিষ্ঠান ‘সায়েন্স’ তৈরি করেছে এই যন্ত্র। এটি ১৯৭০ সালে ওসাকায় আয়োজিত এক্সপোতে প্রদর্শিত একটি পুরোনো পণ্যের আধুনিক সংস্করণ।
সায়েন্স-এর মুখপাত্র সাচিকো মায়েকুরা এএফপিকে বলেন, ‘আমাদের কোম্পানির প্রেসিডেন্ট তখন ১০ বছরের শিশু ছিলেন। সেই প্রদর্শনী থেকেই তিনি অনুপ্রাণিত হয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘এই মেশিন শুধু শরীর নয়, মনকে পরিষ্কার করে দেবে।’ একইসাথে ব্যবহারকারীর হৃদস্পন্দন ও অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক লক্ষণও পর্যবেক্ষণ করে।
ওসাকার একটি হোটেল প্রথম মেশিনটি কিনে নিয়েছে এবং অতিথিদের জন্য সেবা চালু করার প্রস্তুতি নিচ্ছে।
মায়েকুরা বলেন, মেশিনটির মূল আকর্ষণ হলো এটি বিরলতম। আমরা প্রায় ৫০টি মেশিন বানানোর পরিকল্পনা করছি।
স্থানীয় গণমাধ্যম জানায়, যন্ত্রটির বিক্রয়মূল্য হবে ৬ কোটি ইয়েন (৩ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার)।