শিরোনাম

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে চলতি সপ্তাহের বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। উদ্ধারকারী কর্মকর্তারা শুক্রবার এ তথ্য নিশ্চিত করেন। এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ।
জাকার্তা থেকে এএফপি এ খবর জানায়।
সুমাত্রার উত্তরাঞ্চল পুলিশের মুখপাত্র ফেরি ওয়ালিনতুকান জানান, সকালে নিহতের সংখ্যা বেড়ে ৬২-তে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও ৯৫ জন। কমপক্ষে ৬৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।
পাশ্বর্বর্তী পশ্চিম সুমাত্রা প্রদেশেও অন্তত ২২ জনের প্রাণহানি হয়েছে। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, সেখানে এখনও ১২ জন নিখোঁজ আছেন।