শিরোনাম

ঢাকা, ২৭ নভেম্বর, ২০২৫ (বাসস) : বৃহস্পতিবার দক্ষিণ-পশ্চিম চীনে ট্রেন দুর্ঘটনায় ১১ রেল কর্মীর মৃত্যু ও দুই জন আহত হয়েছে।
ইউনান প্রদেশে দুর্ঘটনার পর স্থানীয় রেল কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে।
‘ভূমিকম্পের সরঞ্জাম পরীক্ষার জন্য ব্যবহৃত’ ট্রেনটি ভোরে কুনমিংয়ের লুওয়াং টাউন স্টেশনে নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণ শ্রমিকদের ধাক্কা দিলে ১১ জনের মৃত্যু ও দুই জন আহত হয়।
কুনমিং রেলওয়ে ব্যুরো এক বিবৃতিতে জানিয়েছে, কুনমিং লুওয়াং টাউন স্টেশনের ভিতরে একটি বাঁক দিয়ে ট্রেনটি স্বাভাবিকভাবে যাচ্ছিল, তখন ট্র্যাক এলাকায় প্রবেশকারী নির্মাণ শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্তাধীন রয়েছে। বৃহস্পতিবার দুপুরের মধ্যে পরিবহন চলাচল স্বাভাবিক হয়ে গেছে এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
অস্পষ্ট নিয়মকানুন ও শিথিল নিরাপত্তা মানদণ্ডের কারণে চীনে শিল্পাঞ্চলগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।