বাসস
  ২৬ নভেম্বর ২০২৫, ১৩:৫৫

বলিভিয়ার নতুন সরকারের ব্যয় হ্রাসের ঘোষণা

ঢাকা, ২৬ নভেম্বর (বাসস) : বলিভিয়ার নতুন মধ্য-ডানপন্থী সরকার আগামী ফেব্রুয়ারিতে সংসদে প্রস্তাবিত বাজেটে সরকারি ব্যয় ৩০ শতাংশ কমানো ও কর হ্রাসের উদ্যোগ নেবে বলে জানিয়েছে। 

অর্থনীতির স্থিতিশীলতা আনতেই এ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

নবনির্বাচিত ব্যবসায়ী বান্ধব রক্ষণশীল প্রেসিডেন্ট রদ্রিগো পাস চলতি মাসের শুরুতে দায়িত্ব গ্রহণ করেন।

তার এই দায়িত্ব গ্রহণের ফলে প্রায় দুই দশকের সমাজতান্ত্রিক শাসন এবং ইভো মোরালেস ও লুইস আরসে সরকারের সমাপ্তি ঘটল।

অর্থমন্ত্রী হোসে গাব্রিয়েল এসপিনোসা মঙ্গলবার প্রেসিডেন্ট পাসের সঙ্গে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘২০২৬ সালের মধ্যে আমরা কমপক্ষে ৩০ শতাংশ সরকারি ব্যয় কমাবো।

এ জন্য সরকারি ব্যয়ের বিস্তারিত পর্যালোচনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের কঠোর প্রক্রিয়া শুরু করা হবে।’

তিনি আরও বলেন, নতুন সরকারের বাজেট প্রস্তাবে ‘বৃহৎ মাত্রার ব্যয় হ্রাস’ থাকবে, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় চার শতাংশ পয়েন্টের সমান।

বলিভিয়া বর্তমানে মারাত্মক অর্থনৈতিক সংকটে পড়েছে। 

দেশটিতে বার্ষিক মুদ্রাস্ফীতি ২৩ শতাংশ এবং জ্বালানির ঘাটতি দীর্ঘস্থায়ী হয়ে উঠেছে।

ক্ষমতায় এসেই প্রেসিডেন্ট পাসের প্রধান চ্যালেঞ্জ হলো জ্বালানি সংকট মোকাবিলা এবং ডলারের তীব্র ঘাটতি দূর করা, যা দীর্ঘদিনের সরকারি ভর্তুকি ও গ্যাস রপ্তানি হ্রাসের ফল। 

এছাড়াও বাড়তি জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণও তার প্রধান লক্ষ্যগুলোর একটি।