শিরোনাম

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার সাথে যুদ্ধের অবসান করতে যুক্তরাষ্ট্র যে শান্তি পরিকল্পনা দিয়েছে, তাতে যুক্ত করা নতুন সংশোধনীকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি গতকাল মঙ্গলবার বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের উপর অনেক কিছু নির্ভর করছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাশিয়ার প্রায় চার বছরের আগ্রাসনের অবসান ঘটানোর জন্য একটি মূল মার্কিন পরিকল্পনা সংশোধন করা হয়েছে। প্রথম পরিকল্পনাটি মস্কো-পন্থী বলে সমালোচিত হওয়ার পরে এ সংশোধন করা হয়। তবে, এখনও তা প্রকাশিত হয়নি।
জেলেনস্কি তার এক ভাষণে বলেন, ‘এই শান্তি পরিকল্পনার মূলনীতি গুলো বিস্তৃত চুক্তিতে রূপান্তরিত হতে পারে।’
তিনি বলেন, ‘আমি আমেরিকান পক্ষ এবং প্রেসিডেন্ট (ডোনাল্ড) ট্রাম্পের সঙ্গে আরও সক্রিয় সহযোগিতার আশা করছি। অনেক কিছু আমেরিকার উপর নির্ভর করছে। কারণ, রাশিয়া আমেরিকার শক্তির প্রতি সবচেয়ে বেশি মনোযোগ দেয়।’
গতকাল মঙ্গলবার আবুধাবিতে রাশিয়ান কর্মকর্তাদের সাথে আমেরিকা বৈঠক করেছে।
মঙ্গলবারের শুরুতে, জেলেনস্কি কিয়েভের মিত্রদের বলেছেন যে, ইউক্রেন নতুন মার্কিন পরিকল্পনার ‘কাঠামো’ নিয়ে ‘এগিয়ে যেতে’ প্রস্তুত রয়েছে। তবে, তিনি বলেছেন যে ‘সংবেদনশীল বিষয়গুলো’ এখনও রয়ে গেছে।
জেলেনস্কি বলেন, ‘ইউরোপের নিরাপত্তা সংক্রান্ত সিদ্ধান্তে ইউরোপকে অন্তর্ভুক্ত করতে হবে।’ তিনি ইউরোপীয় নেতাদের আলোচনায় জড়িত থাকার আহ্বান জানিয়েছেন।