শিরোনাম

ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল আবুধাবিতে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন বলে আজ মঙ্গলবার জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ গণমাধ্যম।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এবিসি নিউজ ও ফাইন্যান্সিয়াল টাইমস একজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ড্রিসকল সোমবার রাশিয়ার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন এবং মঙ্গলবারও আলোচনার কথা রয়েছে।
সর্বশেষ এই বৈঠক সম্পর্কে আগে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। কয়েক দিন আগে ইউক্রেন যুদ্ধ অবসানে জেনেভায় আলোচনায় বসেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনীয় কর্মকর্তারা।
ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানোভ আলোচনায় অংশ নেওয়ার কথা রয়েছে। তবে, রাশিয়ার কর্মকর্তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রুশ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার বলার কিছু নেই। আমরা গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জেনেছি।’