শিরোনাম

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : বেলজিয়ায় আজ (সোমবার) থেকে তিন দিনব্যাপী ধর্মঘট শুরু হতে যাচ্ছে। সরকারের প্রস্তাবিত ব্যয় কমানো ও শ্রম আইন পরিবর্তনের প্রতিবাদে প্রধান শ্রমিক সংগঠনগুলো এই ধর্মঘটের ডাক দিয়েছে। এতে স্কুল বন্ধ, ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হবে।
ব্রাসেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ধর্মঘট মূলত তিনটি ধাপে পালন করা হবে। সোমবার থেকে ট্রেন ও পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ থাকবে।
সরকারি রেল কোম্পানি এসএনসিবি জানিয়েছে, কিছু লাইন বাদে প্রায় দুই-তৃতীয়াংশ ট্রেন চলবে। ব্রাসেলস থেকে প্যারিস যাওয়া অনেক ইউরোস্টার ইতোমধ্যে বাতিল করা হয়েছে।
মঙ্গলবার স্কুল, ক্রেচ ও হাসপাতালগুলোর মত পাবলিক পরিষেবা ধর্মঘটের আওতাভুক্ত হবে।
শেষদিন বুধবার দেশটির সব খাতে ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ইউনিয়নগুলো।
এদিন দেশের প্রধান দুই বিমানবন্দর, ব্রাসেলস-জাভেনটেম এবং শার্লরোই থেকেও কোন ফ্লাইট পরিচালিত হবে না।