বাসস
  ২৪ নভেম্বর ২০২৫, ১৬:১৯
আপডেট : ২৪ নভেম্বর ২০২৫, ১৮:৫০

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র মারা গেছেন

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস): ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি তারকা ধর্মেন্দ্র সোমবার মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

দীর্ঘদিন ধরে অসুস্থ ধর্মেন্দ্র চলতি মাসের শুরুতে হাসপাতাল থেকে বাড়িতে চিকিৎসা নিচ্ছিলেন। পুলিশ জানায়, আজ সকালে তিনি মারা যান এবং তার শেষকৃত্যের ব্যবস্থা করা হয়েছে মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকার পাওন হান্স শ্মশানে।

ধর্মেন্দ্রর জুহু বাসভবন থেকে অ্যাম্বুলেন্স ও কয়েকটি গাড়ি বের হতে দেখা গেছে। শেষকৃত্যে উপস্থিত ছিলেন হেমা মালিনী, ঈশা দেওল, আমির খান, অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চনসহ আরও অনেকে। সালমান খান ও তার বাবা চিত্রনাট্যকার সেলিম খানকেও সেখানে দেখা গেছে। তবে পরিবার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি।

এর আগে ১১ নভেম্বর কিছু গণমাধ্যমে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশিত হলেও পরদিন তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং বাড়িতে চিকিৎসা চলছিল।

ধর্মেন্দ্রর মৃত্যুতে করণ জোহর, কাজল, অজয় দেবগন, কারিনা কাপুরসহ বহু তারকা সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন। ধর্মেন্দ্রর মৃত্যুকে একটি যুগের সমাপ্তি অভিহিত করেছেন করণ জোহর।

১৯৩৫ সালে লুধিয়ানার এক গ্রামে জন্ম নেওয়া ধর্মেন্দ্র ১৯৬০ সালে দিলও ভি তেরা হম ভি তেরে ছবির মাধ্যমে চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। ষাটের দশকে বন্দিনী, আয়ি মিলন কি বেলা, খামোশি ছবিতে রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তা পান। ১৯৬৫ সালে চেতন আনন্দের যুদ্ধভিত্তিক ছবি হকিকত-এ অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা কুড়ান। ১৯৬৬ সালে ফুল অউর পাথর তাকে বক্স অফিসের তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে।

পরবর্তী দুই দশকে তিনি অভিনয় করেন বলিউডের বহু হিট ছবিতে-মেরা গাঁও মেরা দেশ, সীতা অউর গীতা, চুপকে চুপকে, শোলে, ইয়াদোঁ কি বারাত। আশির দশকে তিনি অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় শুরু করেন এবং পান ‘হি-ম্যান অব ইন্ডিয়া’ উপাধি।

পরবর্তী সময়ে তিনি চরিত্রাভিনেতা হিসেবে সফল হন পেয়ার কিয়া তো ডরনা কিয়া, জনি গদ্দার, রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে। ছেলে সানি ও ববি দেওলের সঙ্গে অভিনয় করেছেন যমলা পাগলা দিওয়ানা সিরিজ ও আপনে ছবিতে।

ধর্মেন্দ্রকে সর্বশেষ দেখা গেছেন তেরি বাতোঁ মে আইসা উলঝা জিয়া ছবিতে, যেখানে অভিনয় করেছেন শাহিদ কাপুর ও কৃতি স্যানন-এর সাথে। মুক্তি পাওয়ার অপেক্ষায় তার ছবি ইক্কিস, যেখানে অভিনয় করেছেন অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা, মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর।

ধর্মেন্দ্র স্ত্রী প্রকাশ কৌর ও হেমা মালিনী, দুই পুত্র সানি ও ববি দেওল এবং কন্যা বিজেতা, আজিতা, ঈশা ও অহনাকে রেখে গেছেন।