শিরোনাম

ঢাকা, ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল রোববার জোর দিয়ে বলেছেন, লেবাননে হিজবুল্লাহ এবং গাজায় হামাসকে পুনর্গঠিত হওয়া থেকে আটকাতে ইসরাইল ‘প্রয়োজনীয় সবকিছু’ করবে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
গত সপ্তাহে ইসরাইল প্রতিবেশী লেবাননের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইসরাইলি সেনাবাহিনী শনিবার জানিয়েছে, তারা হিজবুল্লাহর রকেট লঞ্চার এবং সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, শনিবার একাধিক ইসরাইলি বিমান হামলায় ২১ জন নিহত এবং আরও কয়েক ডজন আহত হয়েছে। ১০ অক্টোবর থেকে কার্যকর থাকা ভঙ্গুর যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাস ও ইসরাইল আবারও একে অপরকে অভিযুক্ত করেছে।
মন্ত্রিসভার বৈঠক শুরুর সময় নেতানিয়াহু বলেন, আমরা বিভিন্ন ফ্রন্টে সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছি।
তিনি আরো বলেন, গত সপ্তাহান্তে আইডিএফ (ইসরাইলি সামরিক বাহিনী) লেবাননে হামলা চালিয়েছে এবং হিজবুল্লাহ যেন আমাদের বিরুদ্ধে তাদের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত করতে না পারে, সেজন্য প্রয়োজনীয় সবকিছুই করা হবে।
তিনি বলেন, গাজা উপত্যকায় আমরা এটাই করছি। যুদ্ধবিরতির পর থেকে হামাস হামলা বন্ধ করেনি এবং আমরা সেই অনুযায়ী কাজ করছি।’
দুই বছরের যুদ্ধের পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর গত শনিবার ছিল সবচেয়ে ভয়াবহ দিনগুলোর মধ্যে একটি।
ইসরাইলি সেনাবাহিনী জানায়, এক ‘সশস্ত্র সন্ত্রাসী’ গাজার ভেতরে তথাকথিত হলুদ রেখা অতিক্রম করে ইসরাইলি সেনাদের দিকে গুলি চালায়। এর জবাবে সেনারা গাজায় ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে হামলা’ শুরু করে।
গতকাল রোববার নেতানিয়াহু দাবি করেন যে হামাস ‘আমাদের সৈন্যদের ক্ষতি করার চেষ্টা’ করার জন্য হলুদ রেখার বাইরে অনুপ্রবেশের মাধ্যমে ‘বেশ কয়েকবার চেষ্টা’ করেছে।
তিনি আরো বলন, আমরা এটিকে আমাদের শক্তি দিয়ে প্রতিহত করেছি এবং আমরা পাল্টা আঘাত করেছি। তিনি বলেন, অনেক সন্ত্রাসীকে আমরা নির্মূল করেছি।