শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লায়েন লেইন রোববার বলেছেন, ইউক্রেনের শান্তি পরিকল্পনায় ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ভূমিকা অবশ্যই ‘সম্পূর্ণভাবে প্রতিফলিত’ হতে হবে।
ব্রাসেলস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এক বিবৃতিতে ফন ডার লায়েন বলেন, যেকোনো বিশ্বাসযোগ্য ও টেকসই শান্তি পরিকল্পনা প্রথমত হত্যাযজ্ঞ বন্ধ করবে এবং যুদ্ধের অবসান ঘটাবে, একই সঙ্গে ভবিষ্যৎ সংঘাতের বীজ বপন করবে না।
তিনি আরও বলেন, ইউক্রেনকে অবশ্যই নিজের ভাগ্য নির্ধারণের স্বাধীনতা ও সার্বভৌম অধিকার থাকতে হবে। তারা একটি ইউরোপীয় ভাগ্য বেছে নিয়েছে।