শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): নাইজেরিয়ার একটি ক্যাথলিক স্কুল থেকে অপহৃত ৩ শতাধিক শিশুর মধ্যে ৫০ জন অপহরণকারীদের কবল থেকে পালিয়ে এসেছে বলে আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির একটি খ্রিষ্টান সংগঠন।
লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ক্রিশ্চিয়ান অ্যাসোসিয়েশন অব নাইজেরিয়া তাদের বিবৃতিতে জানায়, আমরা কিছু ভালো খবর পেয়েছি। ৫০ জন শিক্ষার্থী পালিয়ে এসে তাদের বাবা-মায়ের কাছে ফিরেছে।
সংগঠনটি আরও জানায়, শিশুরা গত শুক্রবার থেকে শনিবারের মধ্যে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।