শিরোনাম

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): মার্কিন সেনা সদস্যদের বেআইনি আদেশ মানতে অস্বীকার করার আহ্বান জানিয়ে ভিডিও প্রকাশের পর ছয়জন ডেমোক্র্যাট আইনপ্রণেতার বিরুদ্ধে ‘মৃত্যুদণ্ডযোগ্য রাষ্ট্রদ্রোহী আচরণের’ অভিযোগ এনেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই ছয়জন ডেমোক্র্যাটের ‘জেলে থাকা উচিত’।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
এই ছয়জন ট্রাম্পের মন্তব্যকে ‘বিপজ্জনক’ আখ্যায়িত করে বলেছেন, এগুলো নির্বাচিত প্রতিনিধিদের বিরুদ্ধে হুমকির শামিল। এই ছয় আইনপ্রণেতা আগে সামরিক বাহিনী বা গোয়েন্দা বিভাগে কাজ করেছেন।
গতকাল শনিবার রাতে ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ‘যে বিশ্বাসঘাতকরা সেনাবাহিনীকে আমার আদেশ অমান্য করতে বলেছে, তাদের এখনই জেলে থাকা উচিত, ভুয়া সংবাদ নেটওয়ার্কে ঘুরে বেড়িয়ে তারা যা বলেছে, তা ঠিক ছিল বলে ব্যাখ্যা করার চেষ্টা করা উচিত নয়।’
তিনি বলেন, ডেমোক্র্যাটদের বার্তাটি ছিল— ‘সর্বোচ্চ স্তরের রাষ্ট্রদ্রোহ’ এবং তাদের কথার অন্য কোনো ব্যাখ্যা হতে পারে না।
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে সেনাবাহিনীর প্রতি ‘অবৈধ আদেশ অমান্য করতে’ আহ্বান জানানো হয়। এতে অংশ নেন অ্যারিজোনার মার্ক কেলি, মিশিগানের এলিসা স্লটকিন, কলোরাডোর জেসন ক্রো, পেনসিলভানিয়ার ক্রিস ডেলুজিও ও ক্রিসি হুলাহান এবং নিউ হ্যাম্পশায়ারের ম্যাগি গুডল্যান্ডার।
তারা কোন আদেশের কথা বলছিলেন, তা নির্দিষ্ট করেননি। তবে, ট্রাম্প স্থানীয় কর্মকর্তাদের ইচ্ছার বিরুদ্ধে ন্যাশনাল গার্ড’কে একাধিক মার্কিন শহরে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
ট্রাম্প ক্যারিবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক-চোরাচালানকারী জাহাজে হামলার নির্দেশ দিয়েছেন। সেখানে এখন পর্যন্ত হামলায় ৮০ জনেরও বেশি নিহত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, এসব হামলা অবৈধ।