বাসস
  ২৩ নভেম্বর ২০২৫, ১৪:০৯

ইউক্রেন যুদ্ধের অবসানে মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনার ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) :  মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য একটি পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে, যা সুইজারল্যান্ডে রোববার আলোচনার আগে কিয়েভ, মিত্র রাষ্ট্রসমূহ ও মার্কিন আইনপ্রণেতাদের কাছ থেকে বিরোধিতা সত্ত্বেও আলোচনায় সুযোগ তৈরি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

প্রায় চার বছরের সংঘাতের অবসানের পরিকল্পনা অনুমোদনের জন্য ট্রাম্প ইউক্রেনকে ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন। 

তবে কিয়েভ জানিয়েছে, তারা খসড়াটির কিছু অংশে সংশোধন চাইছে। কারণ বর্তমান প্রস্তাবে রাশিয়ার বেশ কয়েকটি কঠোর শর্ত অন্তর্ভুক্ত রয়েছে।

শনিবার ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি তার ২৮-দফা শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন, যা যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে বড় ধরনের রাজনৈতিক ও আঞ্চলিক ছাড় দিতে বাধ্য করতে পারে। 

যদিও এটি তার ‘চূড়ান্ত প্রস্তাব’ নয় এবং এই যুদ্ধের সমাপ্ত করার আশা করছেন। 

ট্রাম্পের ২৮-দফা পরিকল্পনায় ইউক্রেনকে তাদের অঞ্চল ছেড়ে দিতে হবে, তার সামরিক বাহিনী হ্রাস করতে হবে  ও দেশটির কখনও ন্যাটোতে যোগদান না করার প্রতিশ্রুতি দিতে হবে। 

তবে তিনি এও বলেন, এটি তার চূড়ান্ত প্রস্তাব নয় এবং তিনি যুদ্ধ বন্ধ করতে চান।

ইউক্রেনের জন্য ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলগ ফক্স নিউজকে বলেন, এই পরিকল্পনাটি নিয়ে ‘কাজ চলছে।’

একজন মার্কিন কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও কূটনৈতিক দূত স্টিভ উইটকফ রোববার আলোচনার জন্য জেনেভায় অবতরণ করবেন।

রুবিও শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ইউক্রেন সংকট সমাধানে  শান্তি প্রস্তাবটির খসড়া যুক্তরাষ্ট্রই প্রস্তুত করেছে।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরো বলেন, এটি চলমান আলোচনার জন্য একটি শক্তিশালী কাঠামো হিসেবে প্রস্তাব করা হয়েছে। এটি রাশিয়ান পক্ষের মতামতের ওপর ভিত্তি করে। তবে এটি ইউক্রেনের পূর্ববর্তী ও চলমান মতামতের ওপরও ভিত্তি করে করা হয়েছে।