শিরোনাম

ঢাকা, ২২ নভেম্বর, ২০২৫ (বাসস) : রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র বেলারুশ ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা ঘোষণা করেছে। বেলারুশের রাষ্ট্রীয় টেলিভিশন আজ শনিবার জানিয়েছে, প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে হওয়া একটি চুক্তির অংশ হিসেবে তাদের ক্ষমা করা হয়েছে।
মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
লুকাশেঙ্কোর সঙ্গে যোগাযোগ করে বেলারুশকে রাজনৈতিক বন্দিদের মুক্তি দিতে চাপ দিয়ে আসছিলেন ট্রাম্প।
চুক্তির বিনিময়ে, ওয়াশিংটন আংশিকভাবে বেলারুশের রাষ্ট্রীয় বিমান সংস্থা বেলাভিয়া-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি তাদের বহরে থাকা বোয়িং বিমানগুলোর জন্য যন্ত্রাংশ কিনতে ও সেবা নিতে পারবে।
লুকাশেঙ্কোর মুখপাত্র নাটালিয়া আইসমন্ট রাষ্ট্রীয় টিভিকে জানান, ‘প্রেসিডেন্ট আমাদের দেশে অপরাধ সংঘটনকারী ৩১ জন ইউক্রেনীয় নাগরিককে ক্ষমা করেছেন।’
তিনি আরও বলেন, ইউক্রেনের অনুরোধে এই ক্ষমা প্রদান করা হয়েছে এবং এটি এসেছে ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যে হওয়া চুক্তির আওতায়।’
আইসমন্ট জানান, এই পদক্ষেপের লক্ষ্য হলো ‘প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে চলমান সশস্ত্র সংঘাতের সমাধানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা।’
আইসমন্টের বলেন, যেসব ইউক্রেনীয়র পরিচয় জানা যায়নি, তাদের তাৎক্ষণিকভাবে কিয়েভে হস্তান্তর করা হচ্ছে।