বাসস
  ২১ নভেম্বর ২০২৫, ২১:০৫

হোয়াইট হাউসে মুখোমুখি হচ্ছেন ট্রাম্প-মামদানি 

ছবি : সংগৃহীত

ঢাকা, ২১ নভেম্বর ২০২৫ (বাসস) : নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি শুক্রবার হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে তাদের মধ্যে বাকযুদ্ধ বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করেছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ৩৪ বছর বয়সী মামদানি বৃহস্পতিবার বলেন, যা-ই ঘটুক না কেন, তিনি এর জন্য প্রস্তুত রয়েছেন।

স্বঘোষিত ডেমোক্রেটিক সোশ্যালিস্ট মামদানি ৭৯ বছর বয়সী রিপাবলিকান নেতার মুখোমুখি হচ্ছেন। ট্রাম্প মামদানিকে  ‘কমিউনিস্ট’ বলে আখ্যা দিয়েছেন।

ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বৃহস্পতিবার বলেন, এটি অনেক কিছু বলে দেয় যে (শুক্রবার) আমরা হোয়াইট হাউসে একজন কমিউনিস্টকে পাচ্ছি।

দুজনেই নিউইয়র্ক সিটির কুইন্স এলাকায় বেড়ে ওঠেছেন এবং দুজনেই রাজনৈতিক বার্তা দেওয়ার ক্ষেত্রে দক্ষ। তবে তাদের শৈলী সম্পূর্ণ ভিন্ন।

ট্রাম্প হুমকি দিয়েছেন তিনি তরুণ রাজনীতিক মামদানির জীবন কঠিন করে তুলবেন। নিউইয়র্কের জন্য আরও গুরুতর বিষয় হলো, ট্রাম্প হুমকি দিয়েছেন মামদানি দায়িত্ব নিলে শহরের ফেডারেল অর্থায়ন কমিয়ে দেওয়া হবে এবং জাতীয় গার্ড মোতায়েন করা হবে। ট্রাম্প অন্যান্য ডেমোক্র্যাট প্রধান শহরেও এমনটা করেছেন।