বাসস
  ২১ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

ফ্রিদা কাহলোর চিত্রকর্ম বিক্রি হলো রেকর্ড মূল্যে, নারী শিল্পীর মধ্যে সর্বোচ্চ

কিংবদন্তী মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর আঁকা একটি আত্মপ্রতিকৃতি

ঢাকা, ২১ নভেম্বর, ২০২৫ (বাসস) : কিংবদন্তী মেক্সিকান শিল্পী ফ্রিদা কাহলোর আঁকা একটি আত্মপ্রতিকৃতি (নিজের আঁকা বা তৈরি করা প্রতিকৃতি) নিউ ইয়র্কের নিলামে ৫ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়েছে। 

নিলাম প্রতিষ্ঠান সোথবি’স জানিয়েছে, এই ছবি একজন নারী শিল্পীর চিত্রকর্মের জন্য নতুন রেকর্ড।

নিউইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

১৯৪০ সালে আঁকা কাহলোর এই শিল্পকর্মের নাম ‘এল সুয়েনো (লা কামা)’ বা ‘স্বপ্ন (শয্যা)’। 

এর আগে, ২০১৪ সালে মার্কিন শিল্পী জর্জিয়া ও’কিফের আঁকা ‘জিমসন উইড বা হোয়াইট ফ্লাওয়ার নং ১’ বিক্রি হয়েছিল ৪ কোটি ৪৪ লাখ ডলারে। সেই রেকর্ড এবার ভাঙল কাহলোর এই ছবি।

সোথবি’স সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’ লিখেছে, কাহলোর এই চিত্রকর্মটি ‘নিলামে বিক্রি হওয়া কোনো নারী শিল্পীর সবচেয়ে মূল্যবান শিল্পকর্ম।’

নিলাম প্রতিষ্ঠানটি আরও জানায়, ১৯৪০ সালে আঁকা এই ছবি কাহলোর জীবনের এক অস্থির সময়ের প্রতিচ্ছবি। কারণ তখন দিয়েগো রিভেরার সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন চলছিল।

সোথবি’সের নিলামে কাহলোর আত্মপ্রতিকৃতিটির আনুমানিক মূল্য ধরা হয়েছিল ৪ কোটি থেকে ৬ কোটি ডলারের মধ্যে। তবে, ক্রেতার নাম প্রকাশ করা হয়নি।

চিত্রকর্মে দেখা যায়, শিল্পী আকাশে ভেসে থাকা এক বিছানায় ঘুমিয়ে আছেন। তার ওপরে রয়েছে একটি কঙ্কাল, যার পায়ে ডিনামাইট বাঁধা রয়েছে।

সোথেবি’সের ল্যাটিন আমেরিকান শিল্প বিভাগের প্রধান অ্যানা দি স্তাসি এএফপিকে বলেন, এটি ‘খুবই ব্যক্তিগত’ ছবি। এখানে কাহলো মেক্সিকান লোকজ উপাদানকে ইউরোপীয় অতিবাস্তবতা (সুরিয়ালিজম)-এর সঙ্গে মিলিয়েছেন।

অ্যানা দি স্তাসি জানান, ১৯৫৪ সালে মাত্র ৪৭ বছর বয়সে প্রয়াত এই মেক্সিকান শিল্পী নিজে তার কাজকে অতিবাস্তববাদী বলতে পুরোপুরি রাজি ছিলেন না। তবে ‘এই অসাধারণ আইকনোগ্রাফি (প্রতিকী চিত্রভাষা) দেখে একে ওই ধারায় অন্তর্ভুক্ত করাই যথার্থ বলে মনে হয়।’

রেকর্ড-গড়া এই বিক্রয়টি এমন এক রাতে হলো, যার দু’রাত আগে নিউ ইয়র্কের এই নিলাম প্রতিষ্ঠানটি আরেকটি রেকর্ড-ব্রেকিং বিক্রয় সম্পন্ন করে। 

অষ্ট্রিয়ান শিল্পী গুস্তাভ ক্লিম্টের একটি চিত্রকর্ম নিলামে ২৩ কোটি ৬৪ লাখ ডলারে বিক্রি হয়, যা নিলামে বিক্রি হওয়া দ্বিতীয় সর্বোচ্চ দামি শিল্পকর্ম।

ক্লিম্টের ‘পোর্ট্রেট অফ এলিসাবেথ লেডরার’ (১৯১৪ থেকে ১৯১৬ সালের মধ্যে আঁকা) চিত্রকর্মটিতে তার প্রধান পৃষ্ঠপোষকের কন্যাকে একটি সাদা সাম্রাজ্যবাদী চীনা পোশাকে দেখা যায়, যিনি এশীয়-অনুপ্রাণিত মোটিফসহ একটি নীল টাপেস্ট্রির সামনে দাঁড়িয়ে আছেন।

নিলামে বিক্রি হওয়া এখন পর্যন্ত সবচেয়ে দামি চিত্রকর্মটি হলো ‘সালভাতর মুন্ডি’, যা লিওনার্দো দা ভিঞ্চির বলে মনে করা হয়। ২০১৭ সালে এটি ৪৫ কোটি ডলারে কেনা হয়েছিল।