শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস): নাইজেরিয়ার পশ্চিমাঞ্চলে একটি গির্জায় মঙ্গলবার বন্দুকধারীদের হামলায় দু’জন নিহত হয়েছে। এক বিবৃতিতে পুলিশ এ তথ্য জানায়।
লাগোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ার খ্রিস্টানদের হত্যার অভিযোগে সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর হামলার ঘটনাটি ঘটলো। অভিযোগটি নাইজেরিয়া সরকার প্রত্যাখ্যান করেছে।
আফ্রিকার জনবহুল দেশটির দক্ষিণাঞ্চল খ্রিস্টান অধ্যুষিত এবং মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চল।
দেশটিতে প্রায় সময়ই নির্বিচারে খ্রিস্টান ও মুসলিম উভয় সম্প্রদায়ের লোকজনকে হত্যার ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে দস্যুতা হিসেবে পরিচিত অপরাধী চক্রের একটি দল নাইজেরিয়ার উত্তরাঞ্চলে গ্রাম লুট করে, অপহরণ করে মুক্তিপণ আদায় এবং বাসিন্দাদের হত্যা করে। তারা নিয়মিত গির্জা এবং মসজিদ লক্ষ্য করে হামলা চালায়।
মঙ্গলবার সন্ধ্যায় কোয়ারা রাজ্যের এরুকু শহরের একটি গির্জায় হামলার ঘটনা ঘটে এবং একটি গির্জার ক্যামেরায় সেই দৃশ্য ধরা পড়ে।
ভিডিওতে দেখা যায়, গির্জায় প্রার্থনার সময় গুলিবর্ষণ হচ্ছে এবং বাইরে শিশুদের চিৎকার শোনা যাচ্ছে। একজন সশস্ত্র ব্যক্তি প্রার্থনাকারীদের তাড়া করছে এবং তাদের অন্য সদস্যরা মানুষের জিনিসপত্র লুট করছে।