শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের টেরনোপিলে গতকাল রাতভর রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে।
আজ বুধবার ইউক্রেন কর্তৃপক্ষ জানায়, পশ্চিমাঞ্চলীয় শহরটিতে এই যুদ্ধের সবচেয়ে মারাত্মক হামলাগুলোর মধ্যে গতকালের হামলা ভয়াবহতম।
কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানান, টেরনোপিলে ৯ তলা আবাসিক ভবনে হামলা হয়েছে। এতে কয়েক ডজন মানুষ আহত হয়েছে এবং অত্যন্ত দুঃখের বিষয় হলো- সেখানে ৯ জন মারা গেছে।
হামলার পর ধোঁয়াচ্ছন্ন বিধ্বস্ত বহুতল ভবনের ছবি এবং ভিডিও প্রকাশ করেছেন জেলেনস্কি।
জেলেনস্কি আশঙ্কা প্রকাশ করে বলেন, ধ্বংসস্তূপের মধ্যে মানুষজন আটকা পড়ে থাকতে পারে।
সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা তীব্রতর করেছে মস্কো। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এবং শীতের আগে বেশ কয়েকটি বেসামরিক স্থানেও হামলা করেছে রাশিয়া।