শিরোনাম

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : জাপানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে একজন নিখোঁজ এবং ১৭৫ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বুধবার এ কথা জানিয়েছে।
দক্ষিণাঞ্চলীয় শহর ওইটাতে আগুন নেভাতে এখনও দমকল কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আগুন কাছাকাছি একটি বনভূমিতে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সরকারি সম্প্রচারক এনএইচকে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
দক্ষিণাঞ্চলীয় কিউশু দ্বীপের শহরের একজন ব্যক্তি এনএইচকে-কে বলেন, ‘আগুনের শিখা উঁচুতে উঠে, আকাশ লাল হয়ে যায় এবং তীব্র বাতাস ছিল। আমি কখনও ভাবিনি যে এটি এত ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে।’
অপর এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘পিছনের পাহাড়টি জ্বলছিল। আমি আমার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্টফোনটি আমার সঙ্গে করে এনেছিলাম।’
আঞ্চলিক সরকার এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। এই ঘটনায় ১১৫টি পরিবারের ১৭৫ জন সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় বলে। এই অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ওইতা প্রিফেকচারের গভর্নর সম্ভাব্য সহায়তার বিষয়ে সেনাবাহিনীর সঙ্গে কথা বলেছেন।
এই ঘটনায় একজনের খোঁজ পাওয়া যায়নি এবং ওইতার কয়েকটি এলাকার ৩০০টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলে জানানো হয়েছে।