বাসস
  ১৮ নভেম্বর ২০২৫, ১৫:৩৪

জাতিসংঘের গাজা ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন।

একই সঙ্গে পরিকলপনার দ্রুত বাস্তবায়নেরও আহ্বান জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রামাল্লাহ থেকে এএফপি এ খবর জানিয়েছে।

গাজা ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়ে মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ বিবৃতি পোস্ট করে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সেখানে বলা হয়, এই প্রস্তাবের দ্রুত বাস্তবায়ন জরুরি।’