শিরোনাম

ঢাকা, ১৮ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল সোমবার বলেছেন, তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে আলোচনা শুরু করতে পারেন। ক্যারিবীয় সাগরে ব্যাপক মার্কিন সামরিক শক্তি মোতায়েনের মধ্য দিয়ে উত্তেজনা বেড়েছে।
তিনি আরও বলেন, মেক্সিকোর অভ্যন্তরে মার্কিন মাদক বিরোধী অভিযানের সাথে তিনি একমত।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভেনেজুয়েলা এবং মেক্সিকোসহ বেশ কয়েকটি ল্যাটিন আমেরিকার দেশে অবস্থিত মাদক পাচারকারীদের মোকাবেলা করার জন্য ট্রাম্প ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন বাহিনীর সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি করেছেন।
ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘একটি নির্দিষ্ট সময়ের মধ্যে, আমি নিকোলাস মাদুরোর সাথে আলোচনা করবো।’ তিনি মাদুরোর সাথে কথা বলবেন কিনা জানতে চাওয়া হলে তিনি তার জবাবে এ কথা বলেন। তিনি আরও বলেন যে, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ‘যুক্তরাষ্ট্রের সাথে ভালো আচরণ করেননি।
তিনি বলেন, ভেনেজুয়েলার প্রতি মনোযোগ দেওয়া দরকার। তারা লাখ লাখ মানুষকে কারাগার থেকে আমাদের দেশে পাঠিয়েছে।
কয়েক ঘন্টা পর, মাদুরো তার সাপ্তাহিক টেলিভিশন অনুষ্ঠানে বলেন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘যারা ভেনেজুয়েলার সাথে কথা বলতে চান’ তাদের সাথে ‘মুখোমুখি’ আলোচনায় বসতে প্রস্তুত।